ইলিশ পোলাও/Hilsa Pulao

 



ইলিশ পোলাও/Hilsa  Pulao

 

উপকরণ


  • ইলিশ  ১টি
  • হলুদ বাটা  ১ চা চামচ
  • মরিচ বাটা  ১ চা চামচ 
  • সয়াবিন তেল ১/২ কাপ 
  • আদা বাটা  ১ চা চামচ 
  • পিয়াজ বাটা  ১ চা চামচ 
  • ধনে বাটা  ১ টে চামচ
  • দই  ১/৩ কাপ
  • চিনি  ২ চা চামচ
  • এলাচ ৩ টি
  • দারুচিনি ২ সে .মি  ২ টুকরা 
  • কাচামরিচ ৬ টি
  • লবণ  ১ টে চামচ
  • পোলাওর চাউল  ২ কাপ।


প্রস্তুত প্রণালি 


  • মাছ বড় টুকরো কর মাছের পানি ঝরিয়ে সামান্য হলুদ , মরিচ মাখিয়ে রাখ।
  • পোলাওর রান্নার হাড়িতে সব বাটা মসলা দাও অল্প পানি দিয়ে মসলা কষাও । মাছ ,দই, চিনি , ১ চা চামচ লবণ  ও কাপ পানি দাও পানি কমে তেলের উপরে উঠলে নামাও ।
  • পোলাওর চাউল ধুয়ে পানি ঝরাও কাচা মরিচ ফালি কর ।
  • হাড়ি থেকে শুধু মাছগুলো তুলে রাখ ,হাড়ির মসলায় চাল ও অন্যান্য উপকরণ দিয়ে ৩-৪ মিনিট ভাজ। ৩ কাপ ফোটানো পানি দিয়ে  ঢেকে দাও। কিছুক্ষণ পর চুলার  আচ কমিয়ে দাও। ২০ মিনিট পরে নামাও। নামাবার ৫ মিনিট পরে হাড়ি থেকে অর্ধেক পোলাও তোলে হাড়িতে পোলাওর উপরে মাছ সাজিয়ে তুলে রাখা পোলাও দিয়ে ঢেকে দাও ।
  • গরম গরম ইলিশ পোলাও  সালাদ দিয়ে পরিবেশন কর ।


Materials




  • Hilsa 1

  • 1 teaspoon of turmeric paste

  • 1 teaspoon of chilli paste

  • Soybean oil 1/2 cup

  • Ginger paste 1 teaspoon

  • 1 teaspoon of onion paste

  • 1 tbsp coriander paste

  • Yogurt 1/3 cup

  • 2 teaspoons of sugar

  • 3 cardamoms

  • Cinnamon 2 cm 2 pieces

  • 8 green peppers

  • 1 teaspoon of salt

  • 2 cups of polao rice.




Preparation method




  • Cut the fish into large pieces. Sprinkle a little turmeric and water on the fish.

  • Put all the bata spices in the cooking pot of polao and add the spices with a little water. Add fish, yogurt, sugar, 1 teaspoon salt and a cup of water.

  • Wash the polao rice, add water and slice the raw chillies.

  • Just remove the fish from the pot, fry the pot with rice and other ingredients for 3-4 minutes. Cover with 3 cups boiling water. After a while, reduce the heat in the oven. Take it off after 20 minutes. After 5 minutes of unloading, make half polao from the pot and cover it with polao.

  • Serve hot  hilsa polao with salad.💕💕


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.