#Moral Story

 💬যখন কেউ নিজের ভুল স্বীকার না করে তর্ক করেন তখন কী করা  উচিত?

 একটা গল্প বলি তাহলে 😀 


একদিন গাধা বাঘকে বলল _ ঘাসের রং নীল 

বাঘ উওর দিল - না , ঘাসের রং সবুজ 



কিছুক্ষণের মধ্যেই তাদের আলোচনা তুমুল তর্কে পরিণত হয় তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হয় 

রাজ দরবারে সিংহের কাছে পৌছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল ---মহারাজ ,আপনিই বলুন, ঘাসের রং নীল কিনা ?



সিংহ উওর দিল --হ্যা , ঘাসের রং নীল ।

গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌছালো এবং বলতে থাকলো ----- বাঘ আমার কথা মানছে না ,তর্ক করছে  এবং আমাকে বিরক্ত করছে । আপনি তাকে শাস্তি দিন।


সিংহ তখন ঘোষণা করল---বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া  হল ।

গাধা তখন খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল ঘাসের রং নীল ,ঘাসের রং নীল। 


বাঘ শাস্তি মেনে নিল ,কিন্তু সিংহকে বাঘ প্রশ্ন করল ,----মহারাজ আপনি আমাকে শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।


সিংহ বলল,----ঠিক ঘাসের রং সবুজ।


বাঘ বলল,  তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?


সিংহ উওর দিল , তোমাকে শাস্তি দেওয়ার  সাথে ঘাসের রং সবুজ না  নীল  সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতো সাহসী, বূদ্ধিমান.প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছে এবং এরকম একটা বাজে কারনে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ।



উপদেশ : মূর্খের সাথে তর্ক করে সময় ও শক্তির অপচয় করা উচিত নয়।😍😍



What to do when someone argues without admitting their mistake?


 If I tell a story then :



One day the donkey said to the tiger _ the color of the grass is blue


The tiger replied - No, the color of the grass is green



After a while their discussion turned into a heated argument. They appeared before the lion king of the jungle for trial.


Before the king reached the lion at the court, the donkey began to call out --- Your Majesty, tell me, is the color of the grass blue?



The lion answered - Yes, the color of the grass is blue.


The donkey hurried to the lion and said ---- the tiger is not listening to me, arguing and bothering me. You punish him.



The lion then announced --- the tiger was punished for remaining silent for 5 years.


The donkey then jumped for joy and went away saying the color of the grass is blue, the color of the grass is blue.



The tiger accepted the punishment, but the tiger asked the lion, ---- Maharaj, why did you punish me when the color of the grass is really green.



The lion said, ---- The color of the grass is green.



The tiger said, then why did you punish me?



The lion replied, "Whether the color of the grass is green or blue has nothing to do with punishing you." I punished you because a brave, intelligent animal like you wasted time arguing with a donkey and came to me for such a bad reason and wasted my time.



Advice: Time and energy should not be wasted by arguing with a fool👀👀


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.